Print

Rupantor Protidin

ব্যক্তিগত সুবিধায় বিদ্যুৎ বন্ধ, বিপাকে রূপদিয়া বাজারের শতশত ব্যবসায়ী ও কচুয়া গ্রামবাসী

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৫ , ৫:২২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন রূপদিয়া সাব-জোনাল অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে এবার ব্যক্তিস্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র রূপদিয়া বাজার ও পার্শ্ববর্তী কচুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন শত-শত ব্যবসায়ী ও কচুয়া গ্রামের সাধারণ মানুষ।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রূপদিয়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন একটি তিনতলা মার্কেটের নির্মাণকাজ নির্বিঘ্নে চালানোর সুবিধার্থে পরিকল্পিতভাবে এদিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।

অভিযোগ রয়েছে, কতিপয় পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়। এ কাজটি অত্যন্ত চতুরতা ও গোপনীয়তার সাথে ঘটানো হলেও সচেতন ব্যবসায়ী ও স্থানীয়দের দৃষ্টিসীমা এড়াতে পারেনি।

সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বাজারের ফ্রিজিং পণ্য ব্যবসা, মোবাইল সার্ভিসিং, সেলুন, ফটোকপি, ইলেকট্রনিকস ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, “একটি ভবনের নির্মাণকাজের জন্য গোটা বাজারের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।

এতে শত-শত মানুষের জীবন-জীবিকার একমাত্র খাতটি বাধাগ্রস্থ হয়। এটা চরম দায়িত্বজ্ঞানহীন এবং নিন্দনীয় একটি কাজ।” গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ দপ্তরীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ রূপদিয়া সাব-জোনাল অফিসের দায়িত্বশীল কারো সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের হটলাইন নম্বর ০১৭৬৬৬৭৫০১৮-তে বারবার কল করলেও কেউ রিসিভ করেনি।