Print

Rupantor Protidin

মাছের সাথে এ কেমন শত্রুতা, পাইকগাছায় মৎস্য লীজঘেরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৫ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর এলাকায় একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদখালী গ্রামের মৃত আত্তাব সরদারের ছেলে মৎস্যচাষি মোঃ আব্দুস সাত্তার সরদার দীর্ঘদিন ধরে কমলাপুর বিলে নিজের আড়াই বিঘা জমির ঘেরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। তার ঘেরে রুই, কাতলা, সিলভার কার্প, কই, মাগুর, শৈল, পুটি, মিনার কাপ, টেংরা, গলদা ও বাগদা চিংড়ি মাছ ছিল।

আব্দুস সাত্তারের অভিযোগ, “আমি দরিদ্র কৃষক। বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই ঘেরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। কারা এই কাজ করেছে নিশ্চিত নই, তবে ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরেই অজ্ঞাত দুর্বৃত্তরা ঘেরে বিষ দিয়েছে। এতে সব মাছ মারা গেছে—ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষাধিক টাকা।”

ঘেরের দেখভালের দায়িত্বে থাকা মোঃ রুহুল আমিন সরদার জানান, “ভোরে ঘেরের চারপাশে ঘুরতে গিয়ে দেখি অসংখ্য মাছ পানিতে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে সাত্তার ভাইকে খবর দিই।”

এই ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।