Print

Rupantor Protidin

জুলাই পূনগনজাগরণে সমাজ গঠনে কালিগঞ্জে শপথ গ্রহন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৫ , ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

Sheikh Kiron

সব কিছুতেই সমতা” রাষ্ট্র দেবে নিশ্চিতা” এই স্লোগান কে সামনে রেখে  কালিগঞ্জ উপজেলা প্রশাসন, সমাজ সেবা, উপজেলা মহিলা বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল  ৯ টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ্যা চক্রবর্তীর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি অফিসার অমিত কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, প্রমুখ।
এ সময় শপথ গ্রহণে বক্তারা বলেন দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়বো। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। সেবার অভিগমত্য নিশ্চিত করা সবার দায়িত্ব।