Print

Rupantor Protidin

ঢাকায় আত্মগোপনে, যশোরের সাবেক যুবদল নেতা গ্রেপ্তার!

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৫ , ১০:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ডিবি পুলিশের অভিযানে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত এক সাবেক নেতা আটক হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

আটককৃত ব্যক্তির নাম ইস্কান্দার আলী জনি (৪২)। তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বেশ কিছুদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, জনির বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের কাছ থেকে চাঁদা দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং ভীতিকর বার্তা ছড়ানোসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কার্যকলাপেও জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি করায় তাকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে যশোরে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই অভিযানে অংশ নেন ডিবি পুলিশের এসআই অলক কুমার, এএসআই মোঃ শামসুজ্জামানসহ একাধিক সদস্য।