Print

Rupantor Protidin

ঝিকরগাছায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা প্রাথমিকের বৃত্তিতে অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ১০:৩২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিকের বৃত্তিতে অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মোড় থেকে উপজেলা পরিষদ ক্যাম্পাস পর্যন্ত মানববন্ধনে উপজেলার ২৪টি কিন্ডাগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এসময় ঝিকরগাছা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাগরণী আওয়ার স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, সহ-সভাপতি ও নতুনকুড়ি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আর এম রিসালহ মডেল স্কুলের প্রধান শিক্ষক এস এম মশকুর আলমসহ ২৪টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধানগণ বক্তব্য রাখেন।