Print

Rupantor Protidin

সুভাষচন্দ্র বসু গোল্ডেন পিস অ্যাওয়ার্ড পেলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ৯:২১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

সমাজসেবা ও মানবকল্যাণ মূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কালিগঞ্জ  বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ‘নেতাজী সুভাষচন্দ্র বসু গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘হৃদয়ে ৭১ সাংস্কৃতিক পরিষদ’ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় সংগঠনের সভাপতি লায়ন আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন আনুষ্ঠানিক ভাবে সম্মাননা অ্যাওয়ার্ড র্তুলে দেন।
বিষ্ণুপুর  ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর জনসেবামূলক কর্মকাণ্ড তাঁকে এলাকার বাইরে জেলাজুড়ে একজন জনদরদী ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি এনে দিয়েছে।