Print

Rupantor Protidin

সাবধানে দলীয় শৃঙ্খলা ভাঙার খেসারত, ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কৃত

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

শেরপুরের লছমনপুর ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ছাত্রদলের লছমনপুর ইউনিয়ন শাখার স্থগিত হওয়া সভাপতি মো. আল আমিন ইসলাম সাগরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার প্রেক্ষিতে শেরপুর সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে প্রাথমিক সদস্য পদ থেকেও চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ ও সদস্য সচিব সুমন আহমেদ। জানা যায়, এসময় তারা নিজে উপস্থিত ছিলেন এবং অভিযুক্তদের পুলিশে সোপর্দ করার সময় তত্ত্বাবধান করেন।

এর আগে, গত ১৭ জুলাই দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাগরের সভাপতির পদ স্থগিত করা হয়েছিল।

এদিকে, লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় মহিলা দলের নেত্রী আলেয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ছাত্রদল নেতা মো. সবুজ আহম্মেদ ও আল আমিন ইসলাম সাগরসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানিয়েছেন, “দুই ছাত্র নেতাকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে থানার হেফাজতে রয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন এবং আজই আদালতে পাঠানো হবে।