Print

Rupantor Protidin

গ্রেফতারেও এবার নতুন নির্দেশনা

বাধ্যতামূলক আইডি কার্ড, পরিবারকে জানাতে হবে ১২ ঘণ্টায়

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এখন থেকে কোনো ব্যক্তি‌কে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট সংস্থাকে নিজ পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে এবং বাধ্যতামূলকভাবে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তি চাইলে তাকে সঙ্গে সঙ্গেই পরিচয়পত্র দেখাতে হবে।

আসিফ নজরুল বলেন, গ্রেফতার করার পর ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা স্বজনদের অবহিত করতে হবে। সেই সঙ্গে, গ্রেফতারের কারণ, সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখ করে একটি “মেমোরেন্ডাম অব অ্যারেস্ট” প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে।

এছাড়াও, যদি কোনো গ্রেফতার ব্যক্তির দেহে আঘাত বা অসুস্থতা থাকে, তবে অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যে সংস্থাই গ্রেফতার করুক না কেন, ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতে হবে, এবং কেন, কী আইনে গ্রেফতার করা হলো—তার পূর্ণ বিবরণ সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করতে হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেক থানায় ও জেলা পুলিশ অফিসে গ্রেফতারকৃতদের তালিকা নিয়মিতভাবে হালনাগাদ করতে হবে। এতে থাকবে গ্রেফতারের তারিখ, প্রযোজ্য আইন ও ধারা।

এই সংশোধনী বাস্তবায়ন হলে গ্রেফতার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক অধিকার সুরক্ষার একটি নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।