Print

Rupantor Protidin

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: ৫০ জন নিহত, আগুনে পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ৫:০০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

রাশিয়ার চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রুশ গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং এতে থাকা ৫০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিমানের মূল অংশে আগুন, শিশুরাও ছিল onboard

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটির মূল অংশে আগুন ধরে যায়, যার ফলে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে। বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। যদিও রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ৪০ জনের মতো আরোহী ছিল বলে তাদের ধারণা।

কোথা থেকে কোথায় যাচ্ছিল বিমানটি?

বিমানটি ছিল আন্তোনভ-২৪ মডেলের। এটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে উড্ডয়ন করে চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশে যাচ্ছিল। আকাশে থাকা অবস্থায় হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি।

গভর্নরের প্রতিক্রিয়া

আমুর অঞ্চলের আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়। তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনাটি তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন।