Print

Rupantor Protidin

মালয়েশিয়ায় অভিবাসন অভিযান: বাংলাদেশিসহ ২২৫ বিদেশি আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ১২:২৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

মালয়েশিয়ার জোহর রাজ্যের তানজুং লাংসাত এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পেট্রোকেমিক্যাল ও নির্মাণ প্রকল্প এলাকায় এক গোপন অভিযানে ২২৫ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ‘অপস মাহির’ নামের এই বিশেষ অভিযানে অংশ নেয় জোহর ইমিগ্রেশন বিভাগের প্রয়োগকারী শাখা এবং সুলতান ইস্কান্দার ভবনের (BSI) কর্মকর্তা দল। অভিযানে মোট ৬৬৪ জনকে তল্লাশি করা হয়।

আটক হওয়া বিদেশিদের মধ্যে চীনের ১৩৩ জন, বাংলাদেশের ৮৪ জন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নেপালের ২ জন করে শ্রমিক রয়েছেন। এদের সবার বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে এবং অধিকাংশই নির্মাণ ও কারিগরি খাতে নিযুক্ত ছিলেন।

অভিযান চলাকালে শুধু বিদেশি শ্রমিক নয়, অভিযুক্ত হিসেবে এক স্থানীয় প্রকল্প ব্যবস্থাপক ও এক নারী মানবসম্পদ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ শ্রমিক নিয়োগে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, আটক শ্রমিকদের মধ্যে অনেকেরই বৈধ কর্ম অনুমতি, পাসপোর্ট কিংবা ওয়ার্ক পারমিট ছিল না। কেউ কেউ পর্যটক ভিসা নিয়ে অননুমোদিতভাবে শ্রমে যুক্ত ছিলেন, আবার কেউ অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুস্তি মোহদ দারুস বলেন, এই অভিযান দীর্ঘদিন ধরে গোপন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত হয়েছে। তিনি স্পষ্ট জানান, যারা অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘন করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আটক শ্রমিকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (সংশোধিত) এবং জাতীয় পাসপোর্ট আইন ১৯৬৬ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকার আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো কোম্পানি বা নিয়োগকর্তা যদি অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও একইভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।