Print

Rupantor Protidin

শাহ আলামে বিদেশিদের অবৈধ ব্যবসা ফাঁস, ২২০ জন অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৫ , ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলাম সেকশন ১৫-এর জালান জে ও জালান এইচ এলাকায় বিদেশিদের পরিচালিত অবৈধ ব্যবসার বিরুদ্ধে পরিচালিত এক যৌথ অভিযানে ২২০ জন অবৈধ অভিবাসী (PATI) আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে ৮৮ জনই বাংলাদেশি।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ শাখা) মোহামাদ খুসাইরি কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৯৪ জন পুরুষ এবং ২৬ জন নারী রয়েছেন।
আটক অভিবাসীদের দেশের তালিকা নিম্নরূপ, বাংলাদেশ – ৮৮ জন, মিয়ানমার – ৫১ জন, ভারত – ৩৫ জন, ইন্দোনেশিয়া – ৩০ জন, পাকিস্তান – ২২ জন, নেপাল – ১৬ জন।

উপ-পরিচালক জানান, এই অভিযানে অংশ নেয় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং শাহ আলাম সিটি কাউন্সিল (MBSA)। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিদেশিদের অবৈধ ব্যবসা ও লাইসেন্সবিহীন কার্যক্রমকে লক্ষ্যবস্তু করা হয়।

শাহ আলামের মেয়র ডাটুক মোহাম্মদ ফাউজি মোহাম্মদ ইয়াতিম জানিয়েছেন, MBSA’র পক্ষ থেকে ২০০৭ সালের খাদ্য প্রতিষ্ঠান লাইসেন্স আইন ও ট্রেড, ব্যবসা ও শিল্প লাইসেন্স আইনের আওতায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, “জনশৃঙ্খলা বজায় রাখা ও স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সূত্র মতে, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে, আরও অভিযানের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।