রাজধানীর গুলিস্তানে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে জাতীয় স্টেডিয়ামের পাশে এ সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে থেমে থেমে চলতে থাকে।
এর আগে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান ও শিক্ষা ভবনের দিকে চলে যায়।
গুলিস্তানে পুনরায় শিক্ষার্থীরা জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিকবার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে।
সূত্রে জানা গেছে, সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, রাত ৩টার দিকে চলমান পরীক্ষার হঠাৎ স্থগিতাদেশে তারা ক্ষুব্ধ। এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছেন। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির অন্তত পাঁচটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।