Print

Rupantor Protidin

দেবহাটায় পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রয়

প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৫ , ৫:২৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও সখিপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য সভাপতি পদে ১৭ জন, সাধারণ সম্পাদক পদে ২০ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২২ জন—মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুপুর ১২টার দিকে সখিপুর মোড়ে অনুষ্ঠিত আরেকটি আয়োজনে ৯টি ওয়ার্ডের সভাপতি পদে ১৯ জন, সাধারণ সম্পাদক পদে ১৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন—

  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সংসদীয় আসন-৩ নির্বাচনী কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন

  • এডভোকেট আবিদুল হক মুন্না

  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী

  • মোখলেছুর রহমান মুকুল, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু

  • সখিপুর ইউনিয়ন সার্চ কমিটির সদস্য সহিদুল ইসলাম

  • সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল,

  • সার্চ কমিটির সদস্য রফিকুল সানা,

  • উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান সরাফী প্রমুখ।

দায়িত্বরত নেতৃবৃন্দ জানান, যেসব পদে একক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, সেখানে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নির্বাচনের সময়সূচি:

  • ২২ জুলাই (মঙ্গলবার): মনোনয়নপত্র দাখিল

  • ২৩ জুলাই (বুধবার): মনোনয়নপত্র প্রত্যাহার

  • ২৪ জুলাই (বৃহস্পতিবার): সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ

ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদীয় আসন-৩ এর সাংগঠনিক টিম প্রধান আখতারুল ইসলাম।