রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
দুপুর সোয়া ২টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় কলেজ প্রাঙ্গণে। উত্তপ্ত পরিস্থিতিতে মুহূর্তেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গতকালকের বিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি নিয়ে সকাল থেকেই বিক্ষোভে অংশ নেয়। এ সময় কলেজ পরিদর্শনে আসা সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস উইংের সদস্যরা দীর্ঘ সময় ধরে কলেজের ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নিরাপত্তার কথা বিবেচনায় পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। তবে পুলিশের উপস্থিতিতেই উত্তেজনা আরও বেড়ে যায়, যার জেরে সংঘর্ষ বেঁধে যায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে।
সংঘর্ষে আহত তিনজন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।