Print

Rupantor Protidin

মাইলস্টোন ক্যাম্পাসে উত্তেজনা: উপদেষ্টাদের ঘেরাও, শিক্ষার্থীদের স্লোগানে মুখর ক্যাম্পাস

প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৫ , ৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে সন্ধ্যার আগ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ক্যাম্পাসে।

সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে পৌঁছান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তারা ক্ষতিপূরণসহ ৬টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া”, “উই ওয়ান্ট জাস্টিস”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বেলা সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা বৈঠক শেষে ক্যাম্পাস ত্যাগের প্রস্তুতি নেন। তবে বিকেল সাড়ে ৩টার দিকে যখন তারা মূল ফটক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, তখন দিয়াবাড়ি গোল চত্বরে অবস্থানরত শিক্ষার্থীরা পথরোধ করেন। বাধ্য হয়ে উপদেষ্টারা আবার ক্যাম্পাসের ভেতরে ফিরে যান।

এই সময় কিছু উত্তেজিত শিক্ষার্থী পুলিশের একটি ডাবল কেবিন গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক প্লাটুন দাঙ্গা পুলিশ, এপিবিএন, ডিএমপির রিজার্ভ পুলিশ ও এটিইউ মোতায়েন করা হয়। পুলিশ ও কলেজ শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অবশেষে বিকেলের দিকে অধিকাংশ শিক্ষার্থী পুলিশের উপস্থিতি দেখে ক্যাম্পাস ত্যাগ করেন। তবে উপদেষ্টা ও প্রেস সচিবরা এখনও কলেজ ভবনের ভিতরে অবস্থান করছেন, যেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে পুরো পরিস্থিতি কেন্দ্র করে উত্তরা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মৃত্যুর ঘটনার জন্য প্রশাসনের জবাবদিহিতা ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করছে।