Print

Rupantor Protidin

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত অন্তত ২০

প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৫ , ৪:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গুলজার মোড় ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে দুইজন শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক শিবিরকর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। চকবাজার থানার গুলজার মোড়ে অবস্থান নেয় শিবিরকর্মীরা, আর কাঁচাবাজার মোড়ে অবস্থান নেয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

পরে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই পরস্পরকে হামলার জন্য দায়ী করছে। ছাত্রদলের দাবি, ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে শিবিরকর্মীরা হামলা চালায়। অপরদিকে, ছাত্রশিবিরের দাবি, তারা এক কর্মীকে থানায় দেওয়ার প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদল সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির জানান, “এক শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মী সন্দেহে মারধর করে ছাত্রদল থানায় সোপর্দ করে। এরপর শিবির ওই শিক্ষার্থীকে নিজেদের কর্মী দাবি করে থানায় হাজির হয়। এ ঘটনা কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।