Print

Rupantor Protidin

সাংবাদিক বিটু আহমেদের মৃত্যুতে অভয়নগর রিপোর্টাস ক্লাবে দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২১, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

সাংবাদিক বিটু আহমেদের মৃত্যুতে অভয়নগর রিপোর্টাস ক্লাবে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই রবিবার বাদ আসর ক্লাবে সদস্যদের উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অভয়নগর রিপোর্টাস ক্লাবের সভাপতি ও জীবনস্রোত পত্রিকার সম্পাদক ডাঃ মোঃ বদরুজ্জামানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য মওলানা আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ দবির মোল্লা, সাধারণ সম্পাদক ও রুপান্তর প্রতিদিনের অভয়নগর প্রতিনিধি কাজী মোস্তাক আহমেদ, সহ সভাপতি ও ধোপাদী এসএস কলেজের প্রিন্সিপাল মোঃ শহীদুল ইসলাম, কোষাধ‍্যক্ষ কামরুজ্জামান, সহ সভাপতি বিএম শামসুর রহমান, নির্বাহী সদস্য মোস্তফা কামাল রানা, জিএম বাচ্চু, মোঃ ইকবাল কুরাইশী, সদস্য সুমিত কুমার ভৌমিক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক শেখ, এমএম রুবেল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, কাজী ইফতেখার আহমেদ, মোঃ আলাউদ্দিন সানা, শরিফুল ইসলাম, নওয়াপাড়া বাজারের বিশিষ্ট  ব্যবসায়ীগণ সকলে বিটু আহমেদের রুহের মাগফেরাত কামনা করেন। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন সেই কামনা করেন।