রোটারি বর্ষ (২০২৫-২৬) এর রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের প্রথম সার্ভিস প্রজেক্ট “মৎস্য অবমুক্তকরণ প্রকল্প” আজ সোমবার (২১ জুলাই, ২০২৫) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি ঝিকরগাছায় কপোতাক্ষ নদী এবং শার্শার বেতনা নদীতে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা, যশোরের উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার নাজিব হাসান। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান হাবিবুর রহমান নাসির।
এছাড়াও উপস্থিত ছিলেন রিপসা (RIPSA) টিমের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশা, অ্যাসিস্ট্যান্ট কো-কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট আজিজুর রহমান রনি, ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ রোটারি ক্লাবের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
এই “মৎস্য অবমুক্তকরণ প্রকল্প” নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোটারি ক্লাব অব যশোর রূপান্তর সামাজিক দায়িত্ব পালনে তাদের অঙ্গীকার পুনর্বার তুলে ধরেছে এই প্রকল্পের মাধ্যমে। এমন উদ্যোগ স্থানীয় পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।