ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জীবন বাঁচাতে রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লাড ব্যাংকের সামনে রক্তদাতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আজ সোমবার (২১ জুলাই, ২০২৫) বিকেলে ইনস্টিটিউটের অষ্টম তলায় (আট তলা) এই মানবিক দৃশ্য চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, ব্লাড ব্যাংকের সামনে শতাধিক রক্তদাতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন রক্ত দেওয়ার জন্য। রক্ত গ্রহণে দায়িত্বশীলরা জানান, প্রাথমিক পর্যায়ে ‘এ’ পজিটিভ, ‘বি’ পজিটিভ এবং ‘ও’ পজিটিভ গ্রুপের রক্তদাতাদের রক্ত নেওয়া হয়েছে। বর্তমানে ‘এ’ নেগেটিভ, ‘বি’ নেগেটিভ, ‘এবি’ নেগেটিভ, ‘এবি’ পজিটিভ এবং ‘বি’ নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন। এখন এই নির্দিষ্ট গ্রুপের রক্তদাতাদের রক্ত নেওয়া হচ্ছে।
এদিকে, আহতদের জন্য রক্তের প্রয়োজনে উত্তরায় মাইকিং করছে পুলিশ। সড়কে দাঁড়িয়ে পুলিশের এক সদস্যকে মাইকে বলতে দেখা গেছে, “রক্তের খুব প্রয়োজন। আহতদের জন্য যারা রক্ত দিতে ইচ্ছুক, তারা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল যান।”
বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় হতাহতদের জীবন বাঁচাতে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত রক্তদান এবং পুলিশের সহযোগিতার এই চিত্র মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।