চার দিন ধরে চলা টানটান উত্তেজনার পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় আর কারফিউ ও ১৪৪ ধারা বলবৎ থাকবে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপি (ন্যাশনাল সিটিজেনস প্ল্যাটফর্ম)-এর পদযাত্রা কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সহিংস সংঘর্ষ ঘটে। দিনভর হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রাণ হারান পাঁচজন। এরপর রাতেই পুরো গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করে প্রশাসন।
প্রথম দফায় ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি ছিল। পরে তা দ্বিতীয় দফায় ১৮ জুলাই সন্ধ্যা থেকে ১৯ জুলাই সকাল ১১টা পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বারবার সময় বাড়ানো হয়, যা অবশেষে ২০ জুলাই রাত ৮টার পর প্রত্যাহার করা হলো।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল অব্যাহত থাকবে এবং যারা এই সহিংসতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।