Print

Rupantor Protidin

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিষ্ণুপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের” প্রতিবাদে সাতক্ষীরায় কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বিষ্ণুপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শতাধিক মোটরসাইকেল যোগে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল, ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আলীম আল রাজী তাপস , উপজেলা জাসাসের সদস্য সচিব মারুফ বিল্লাহ। উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মহিউদ্দিন, শ্রমিকদলের সভাপতি সিরাজুল ইসলাম রাজু, বিএনপি নেতা ও ইউপি সদস্য জাহিদ আলম, ফিরোজ ঢালী প্রমুখ।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,“তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তাঁরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলন জোরদারের আহ্বান জানান।