Print

Rupantor Protidin

গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কারফিউ শিথিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ৮:২৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

গোপালগঞ্জে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানে যে কারফিউ জারি রয়েছে, তা ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে। গণগ্রেপ্তারের কোনো ইচ্ছা সরকারের নেই। কেবল মাত্র যেসব ব্যক্তি দোষী, তারাই আইনের আওতায় আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে।

হরতাল ও বিক্ষোভ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্য সময়ের তুলনায় এবারকার আন্দোলনে সহিংসতার মাত্রা অনেকটাই কম। সরকার কঠোর অবস্থান না নিয়ে, সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা চাই, সবাই নিজ নিজ মত প্রকাশ করুক; কিন্তু কেউ যেন উত্তেজনাকর বা উসকানিমূলক আচরণ না করে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য ও প্রস্তুতি যথেষ্ট রয়েছে। নির্বাচন সামনে রেখে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তাই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।