Print

Rupantor Protidin

জুলাই সনদ আসছে? ঐকমত্যে পৌঁছাতে চলছে রুদ্ধশ্বাস সংলাপ!

ঐকমত্যের পথে রাজনৈতিক দলগুলো, জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্তের আশা

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ৭:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা আরও এক ধাপ এগিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিভিন্ন প্রস্তাব ও পর্যালোচনার পর কমিশন একটি সংশোধিত সমন্বিত প্রস্তাবনা লিখিতভাবে দলগুলোর কাছে দিয়েছে। দলগুলো আলোচনা করে সোমবার (২২ জুলাই) তাদের মতামত জানাবে, আর মঙ্গলবারের (২৩ জুলাই) মধ্যেই চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোর আশা করছে কমিশন।

রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের ১৫তম দিনের আলোচনায় এই অগ্রগতি হয়। আলোচনা কেন্দ্র ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত বিধান।

ড. রীয়াজ আরও বলেন, “উচ্চ কক্ষ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন মতভেদ নেই, তবে এর গঠনপ্রণালী নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। এই গতি বজায় থাকলে **এই জুলাই মাসেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে।”

বিএনপির প্রস্তাব: আদালতের রায় অনুসরণে পুনঃপ্রতিষ্ঠা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে আদালতের রায় মেনেই পুনরায় প্রতিষ্ঠার পক্ষে তাঁরা। এছাড়া বিচার বিভাগকে বাইরে রেখে আরও কিছু বিষয় যুক্ত করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর একাধিক পদ নিয়ে তিনি বলেন, “একই ব্যক্তি দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। দল চাইলে যে কাউকে প্রধানমন্ত্রী করতে পারে, তবে সেই ব্যক্তি দলের দায়িত্ব না রাখলেই ভালো।”

এনসিপির বিকল্প মডেল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, প্রধান উপদেষ্টার নিয়োগে সরকারি দল, বিরোধী দল ও সংসদের তৃতীয় শক্তির অংশগ্রহণে ৮ সদস্যের প্রস্তাবনা বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।

তিনি আরও বলেন, “একই ব্যক্তি যদি তিনটি বড় পদ (দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী) ধারণ করেন, তাহলে স্বাভাবিকভাবেই স্বৈরতান্ত্রিক ধারা তৈরি হয়। আমাদের প্রস্তাব হলো, তিন পদে তিন ব্যক্তি থাকুক।”

জামায়াতের অবস্থান
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচন কমিটিতে সাতজন থাকুক বা পাঁচজন, তাতে তাদের আপত্তি নেই। তবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।