Print

Rupantor Protidin

নিয়ম ভঙ্গের অভিযোগে বাতিল হলো শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ!

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ৫:০৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম বলেন, “নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠায় পরিচালনা বোর্ডের সভায় আলোচনা করে সর্বসম্মতভাবে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নিয়ম অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

সূত্র জানায়, গত ২৯ জুন অধ্যাপক মো. মাহবুবুল হক ওই ৬৫ চিকিৎসকের তালিকা প্রস্তুত করেন, যা অনুমোদন দেন বোর্ড সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক। তবে এই নিয়োগের ক্ষেত্রে কোনও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ না করে শুধু ১ জুন হাসপাতালের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টানানো হয়েছিল।

নিয়োগ বিজ্ঞপ্তিতে শিশু মেডিসিন, সার্জারি, অ্যানেসথেসিয়া, ইএনটি ও ম্যাক্সিলোফেসিয়াল বিভাগে ৪২টি পদের জন্য ৩৫ বছরের কম বয়সী চিকিৎসকদের আবেদন আহ্বান করা হয়। তাতে প্রশিক্ষণরত চিকিৎসকদের অগ্রাধিকার দেয়ার কথাও বলা হয়।

তবে ২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চায়, আদৌ এই নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না। পরে ৭ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জবাবে জানায়, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এটি করা হয়েছিল।

এরপর ১০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। তদন্তের ভিত্তিতে শেষপর্যন্ত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।