Print

Rupantor Protidin

আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সম্মেলন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৮, ২০২৩ , ১২:৫০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ

রূপান্তর প্রতিদিন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা সম্মেলন শনিবার (২৮ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় টাউন ময়দানের আলমগীর সিদ্দিকী হলে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। সম্মেলনে প্রধান আলোচক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর তন্ময়। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ। সঞ্চালনা করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজেদ রহমান বকুল।

যশোরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে উপস্থিত থাকার জন্য বিনম্র আহ্বান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।