Print

Rupantor Protidin

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “নির্বাচনের এখনও সময় রয়েছে। তবে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সাম্প্রতিক গোপালগঞ্জের এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কোনো নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। গোপালগঞ্জে যা ঘটেছে, তা আমরা স্বীকার করি। তবে এর পরেই আমরা পদক্ষেপ নিচ্ছি। এ ঘটনায় মামলা হবে কিনা, তা তদন্ত কমিটি নির্ধারণ করবে।”

তিনি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ১৪৪ ধারা এখনো বলবৎ আছে এবং তা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।