Print

Rupantor Protidin

দেবহাটায় রাষ্ট্রীয় মর্যাদায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা “মমিন ঢালী”

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ৪:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বীর মুক্তিযোদ্ধা মমিন ঢালী আর নেই।
১৯ জুলাই রাত ৯টা ৪০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেবহাটা উপজেলার পারুলিয়া নাজিরের ঘের এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয় নিজ জন্মস্থান দেবহাটা পারুলিয়ায়। জানাজা নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন মোহাম্মদ বেলাল হোসেন।
রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মরহুমকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় সাতক্ষীরা ও দেবহাটা থানার পুলিশ বাহিনী, সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদুল ইসলামের নেতৃত্বে মরহুমকে গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানায়।

জানাজায় অংশগ্রহণ করেন পারুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাজী মুনসুর আলী, কবি আকতার আলী ঢালী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে এবং অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর বিদায়ে এলাকার মানুষ একজন বীর সন্তানকে হারাল, যিনি একাত্তরের রণাঙ্গনে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।