রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই রাতে মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও রোমান (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সকলে ‘এলটিডি বয়েজ গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা প্রকাশ্যে ও গোপনে ছিনতাই, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সাধারণ পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা এবং ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়াই ছিল তাদের মূল টার্গেট।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।