প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ১:১৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
আম গাছে প্রতি বছর ভালো ফলন পেতে হলে এখন (জুলাই–আগস্ট) সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এ সময়ের পরিচর্যা, সার দেওয়া ও রোগ দমন ঠিকমতো হলে পরের বছর গাছে ফুল আসবে বেশি, ফলে আমও হবে প্রচুর।
এখনই আপনি কী করবেন,যাতে আগামী গ্রীষ্মে গাছভর্তি সুস্বাদু আম পান:
গাছের ছাঁটাই করুন।
আম তোলার পরে গাছের শুকনো ডাল, মরা ডাল, রোগাক্রান্ত শাখা কেটে ফেলুন।
* এতে গাছ নতুন শাখা গজাবে এবং আগামী বছর ফুল ধরার শাখা তৈরি হবে।
পরিচ্ছন্নতা বজায় রাখুন
গাছের নিচে জমে থাকা পাতা, পুরোনো আমের বোঁটা, মরা ফুল, গুঁড়ো আম – সব পরিষ্কার করে ফেলুন।এতে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যাবে।
মাটিতে ভালোভাবে আগাছা পরিষ্কার করুন।আগাছা গাছের পুষ্টি খেয়ে ফেলে। তাই গাছের গোড়া থেকে ১-২ ফুট দূরত্বে আগাছা তুলে ফেলুন।
জমি বা গাছের গোড়ায় সার দিন
সার ব্যবস্থাপনা (প্রতি গাছে):
* গোবর সার ১০-২০ কেজি
* ইউরিয়া ২৫০ গ্রাম
* টি.এস.পি ৩৫০ গ্রাম
* এম.ও.পি ২৫০ গ্রাম
* জিপসাম ১৫০ গ্রাম (প্রয়োজনে)
সার দেওয়ার সময়-
বর্ষা মৌসুমের মাঝামাঝি (জুলাই-আগস্ট)
গোড়ায় জলাধারণ ক্ষমতা বাড়াতে বল্কি অর্গানিক ম্যাটার দিন
* গাছের গোড়ায় কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা শুকনো পাতা দিয়ে মালচিং করুন।
* এতে পানি ধরে রাখতে পারবে ও শিকড়ে পুষ্টি পৌঁছাবে সহজে।
ছত্রাকনাশক ও পোকা দমন।
*কপার অক্সিক্লোরাইড বা বোর্দো মিক্সচার ছত্রাক প্রতিরোধে ব্যবহার করুন।
* পাতা মোড়ানো পোকার প্রাদুর্ভাব থাকলে সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন স্প্রে করুন।
বোরন স্প্রে করুন
* ফুল আসার জন্য বোরন গুরুত্বপূর্ণ।
*০.২% বোরিক অ্যাসিড স্প্র করুন। আগস্ট–সেপ্টেম্বরে করলে গাছে ভালোভাবে ফুল আসে।
মাটির টেস্ট করে প্রয়োজনীয় খনিজ উপাদান যোগ করুন।
* সালফার, ম্যাগনেশিয়াম বা দস্তা (জিংক) ঘাটতি থাকলে মাটিতে আলাদাভাবে মিশিয়ে দিন।
গাছকে বিশ্রাম দিন – অতিরিক্ত পানি, সার বা হরমোন থেকে বিরত থাকুন।
* গাছকে এই সময়ে অতিরিক্ত চাপ দিলে তা ফুল ধরার ক্ষমতা হারিয়ে ফেলে।
পর্যবেক্ষণ চালিয়ে যান।
* নতুন পাতা গজানো, রোগমুক্ত ডালপালা, শিকড়ের অবস্থা নিয়মিত দেখুন।
আগামী বছর গাছ ভর্তি আম চাইলে এখন থেকেই পরিচর্যা শুরু করতে হবে। মনে রাখবেন, আম গাছ এক বছরে ফুল ও ফল দেয়—আগের বছরের যত্ন অনুযায়ী।
তাই -এই বর্ষা মৌসুমে সার, ছাঁটাই, পরিষ্কার, পোকা দমন—সব ঠিকভাবে করলেই -আগামী বছর ফলন দেখে আপনি নিজেই চমকে যাবেন।