Print

Rupantor Protidin

দীর্ঘ ২০ বছরের কোমা শেষে না ফেরার দেশে সৌদি রাজপুত্র আল ওয়ালিদ

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৫ , ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ

Sheikh Kiron

দীর্ঘ প্রায় দুই দশক কোমায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রিন্স আল ওয়ালিদ। দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি কোমায় ছিলেন এবং রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রিন্স আল ওয়ালিদ ছিলেন ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে এবং প্রিন্স খালেদ বিন তালালের বড় ছেলে। তার কোমায় থাকার সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে আঙুল নাড়াতে দেখা যায়, যা পরিবার ও অনুসারীদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চিকিৎসা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

প্রিন্স খালেদ বরাবরই ছেলের লাইফ সাপোর্ট বন্ধে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বিশ্বাস করতেন— জীবন-মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে। মৃত্যুর পর, রোববার বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।