Print

Rupantor Protidin

কক্সবাজারে ‘নব্য গডফাদার’ মন্তব্যে উত্তাল পরিস্থিতি: এনসিপির সমাবেশ ভাঙচুর, পথসভা বাতিল

প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৯, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘নব্য গডফাদার’ বলার ঘটনায় কক্সবাজারে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর এই বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন কক্সবাজারের বিএনপি নেতারা, দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন তারা। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে, চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং ঈদগাঁতে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করতে বাধ্য হয়েছেন এনসিপি নেতারা।

নাসিরউদ্দিন পাটোয়ারীর বিস্ফোরক মন্তব্য:
আজ শনিবার (১৯ জুলাই, ২০২৫) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি দখল করছে।”

বিএনপির তীব্র প্রতিক্রিয়া:
তার এমন বক্তব্যকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে কক্সবাজার। ফুঁসে ওঠে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দফায় দফায় মিছিল করে নাসিরউদ্দিন পাটোয়ারীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন।

সংঘর্ষ ও পথসভা বাতিল:
পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে, এনসিপি নেতারা ঈদগাঁতে তাদের পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করতে বাধ্য হন। এছাড়াও, চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে বলে জানা গেছে, যেখানে এনসিপির মঞ্চ ভাঙচুর করেন বিএনপি নেতারা। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে বিএনপি নেতাদের সরিয়ে দেয়। চকরিয়ায় পূর্বনির্ধারিত সমাবেশ না করেই সেনাবাহিনীর পাহারায় চলে আসেন এনসিপি নেতারা।

এই ঘটনা কক্সবাজারের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেকার অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধকে প্রকাশ্যে নিয়ে এসেছে।