Print

Rupantor Protidin

হুমায়ূন আহমেদের শূন্যস্থান অপূরণীয়, ‘গরিবের ডাক্তার’ এজাজের ভিজিট আমৃত্যু ৩০০ টাকা!

প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৯, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ ও ‘গরিবের ডাক্তার’ এজাজুল ইসলামের মানবিক দর্শন

ঢাকা: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, নাটক ও চলচ্চিত্র নির্মাতা। সাহিত্যের পাশাপাশি টিভি ও সিনেমা অঙ্গনেও তিনি রেখে গেছেন অমরত্বের ছাপ। তার হাত ধরেই তারকাখ্যাতি পেয়েছেন অনেক গুণী অভিনয়শিল্পী, যাদের মধ্যে অন্যতম ডা. এজাজুল ইসলাম।

হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ:
হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ডা. এজাজ বলেন, “নাট্যজগতে তিনি এমন এক নক্ষত্র ছিলেন যে, তার শূন্যস্থান কখনো পূরণ হবে না। স্যার যেভাবে নাটক লিখতেন ও পরিচালনা করতেন, এখনো এ পর্যায়ের কাছাকাছি কেউই নেই। বর্তমানে আসলে ওই ধরনের নাটকও হয় না। দর্শকের মধ্যেও একটা পরিবর্তন এসেছে।” তিনি আরও যোগ করেন, “ব্যক্তি হিসাবেও তিনি ছিলেন অসাধারণ মানুষ। শুটিং ও এর বাইরে একই রকম মানুষ ছিলেন।”

‘গরিবের ডাক্তার’ এজাজুল ইসলামের মানবিকতা:
অভিনয় শিল্পীর বাইরেও ডা. এজাজুল ইসলাম একজন চিকিৎসক। তাকে অনেকেই ‘গরিবের ডাক্তার’ বলেও জানে। বিষয়টি বেশ উপভোগ করেন উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই আমাকে বলেন, আমি কেন আমার ভিজিট ৩০০ টাকার বেশি করছি না। আমার স্টাফরাও আমাকে বলে, আমার জুনিয়র ডাক্তাররাও আমার চেয়ে বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মানসম্মান থাকবে না।”

তবে এই বিষয়ে তিনি নির্লিপ্ত। ডা. এজাজুল ইসলাম দৃঢ় কণ্ঠে বলেন, “কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। এত টাকার পেছনে ছুটে কী হবে? আমি মনে করি অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি। আমি খেতে পরতে পারছি, চিকিৎসা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন। আমি তো ভালো আছি। এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে।”

ডা. এজাজুল ইসলাম বর্তমানে ‘দেনা পাওনা’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া কিছু খণ্ডনাটকেও কাজ করছেন। তার এই জীবনবোধ এবং মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের সকল স্তরে প্রশংসিত হয়েছে।