Print

Rupantor Protidin

সেনা অভিযানে ‘শুটার শামীমের’ বাড়ি থেকে অস্ত্র, নগদ টাকা ও চেক উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৫ , ৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৯, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

Sheikh Kiron

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, নগদ অর্থ এবং উচ্চমূল্যের চেক জব্দ করা হয়।

গত শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় অভিযানে নামে। অভিযানে টার্গেট ছিল স্থানীয়ভাবে পরিচিত ‘শুটার শামীম’-এর বাড়ি। অভিযানের সময় শামীম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

সেনাবাহিনীর সদস্যরা তার বাসা থেকে উদ্ধার করেন একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, প্রায় ৩০ লাখ টাকার সমপরিমাণ চেক, একটি বৈধ পাসপোর্ট এবং ট্রেড লাইসেন্স। অভিযান শেষে এসব আলামত রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সূত্র অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, শামীম পূর্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করলেও দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। এলাকায় তিনি ‘শুটার শামীম’ নামেই বেশি পরিচিত, এবং তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।