Print

Rupantor Protidin

প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৯, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

Sheikh Kiron

প্রেসক্লাব পাইকগাছার সভা অনুষ্ঠিত, দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ

খুলনার পাইকগাছা প্রেসক্লাব কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান সভাপতিত্ব করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী আব্দুল আলীম, সদস্য মোঃ আহমদ আলী বাচা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ আওছাফুর রহমান, মোঃ শাহিন রেজা, মোঃ রাজু আহমেদ, মোঃ জিনারুল ইসলাম।

সভায় সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান ক্লাবের সকল সদস্যকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনকল্যাণে কাজ করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু তথ্য পরিবেশন নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখা।

উপস্থিত সদস্যরা সভাপতির বক্তব্যে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সাংবাদিকতার মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।