Print

Rupantor Protidin

দেবহাটায় শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৫ , ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরে তার কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকালেই শহীদের বাড়িতে যান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া। তারা আসিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন, আসিফের পিতা মাহমুদ আলম, যমজ ভাই রাকিব হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন এবং ৪নং নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসন সবসময় শহীদ আসিফের পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে।”

একই দিনে শহীদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “আসিফ ২য় স্বাধীনতা আন্দোলনের মহানায়ক। তার আত্মত্যাগ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দেশের যুবসমাজকে প্রেরণা জুগিয়েছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াত আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, মাওলানা হাবিবুল্লাহ বাশার, মো. একরামুল কবির বকুল, মো. ইউসুফ আলী, রফিকুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।