Print

Rupantor Protidin

কেবিনেটে নতুন অধ্যাদেশ অনুমোদন

নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগেও ভোটার হওয়ার সুযোগ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৫ , ৭:১৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৭, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

কেবিনেটে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন: ভোটার হওয়ার বয়সসীমা শিথিল ও অঙ্গদানের পরিধি বৃদ্ধি

ঢাকা: নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগেও যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন কেবিনেট। একইসাথে, ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৫) উপদেষ্টা পরিষদে এই খসড়াগুলো অনুমোদন পায়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

ভোটার হওয়ার নতুন নিয়ম:
ফয়েজ আহম্মদ জানান, বিদ্যমান ব্যবস্থায় শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদ করার আগের বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয়, তারাই সেই তালিকায় অন্তর্ভুক্ত হন। এর ফলে পরবর্তী সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তারা ভোট দিতে পারতেন না। তাদের পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো।

নতুন ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদন হওয়ায় এখন নির্বাচনী তফসিল ঘোষণার অন্তত এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তির বয়স ১৮ বছর হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এতে বিপুল সংখ্যক তরুণ ভোটার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন:
এছাড়াও, প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে, যা দেশে কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসাকে আরও সহজ করবে। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন মেনে করা হয়েছে। অধ্যাদেশে মৃত্যুর পর মরদেহ থেকে কীভাবে অঙ্গ সংগ্রহ করা যাবে এবং কীভাবে প্রতিস্থাপন করা যাবে, সে বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ:
এদিকে, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

গোপালগঞ্জ তদন্ত কমিটি:
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, গোপালগঞ্জে সম্প্রতি সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন ঘটলো, কীভাবে মৃত্যুগুলো হলো এবং সহিংসতা কারা করলো – সবকিছুই তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।