Print

Rupantor Protidin

হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন নাহিদ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৫ , ১১:২২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

গোপালগঞ্জে ‘মুজিববাদীরা’ হত্যার উদ্দেশে জঙ্গি কায়দায় জাতীয় নাগরিক পাার্টর (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টা দিকে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া নাহিদ ইসলাম হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।

তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট ও ‘মুজিবাদীরা’ অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। এছাড়া তারা পুলিশ ও সাংবাদিকদের ওপরও হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তারা আর রাজনৈতিক দল নেই। সেটা তারা স্পষ্ট করেছে।

এদিকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষাণা করেছে দলটি।

সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত আছেন।