Print

Rupantor Protidin

জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৫ , ৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

জুলাই শহীদ দিবস

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে ‘জুলাই বিপ্লব/ইসলামী বিশ্ববিদ্যালয়’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জে ‘জুলাই বিপ্লব/স্বাধীনতার নতুন সূর্য/বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়’ শীর্ষক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার পরিদর্শনে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহ. মুজাম্মিল হক মোল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খানের পরিচালনায় বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।