Print

Rupantor Protidin

দেবহাটায় ভাঙ্গা ঘরের টিন ও চেক বিতরন করলেন ইউএনও

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৫ , ৬:৩২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটায় অসহায় গৃহহীনদের মাঝে টিন ও চেক বিতরণ করলেন ইউএনও আসাদুজ্জামান

দেবহাটা, সাতক্ষীরা: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান অসহায় ও দুস্থ দুইজন গৃহহীনকে তাদের ভাঙা ঘর মেরামত করার জন্য টিন ও নগদ টাকার চেক বিতরণ করেছেন। বুধবার (১৬ জুলাই, ২০২৫) দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর থেকে এই সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি এই দুজন ব্যক্তির বসতঘর ভেঙে যাওয়ায় তারা বসন্তপুর এলাকার একটি মাদ্রাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করছিলেন। কিন্তু বর্তমানে মাদ্রাসাটিও বন্ধ থাকায় এই পরিবার দুটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসার পর তিনি দ্রুত খোঁজখবর নিয়ে মানবিক সহায়তার উদ্যোগ নেন।

উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে টিন ও নগদ টাকা পেয়ে দুই পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ।