Print

Rupantor Protidin

শ্রীপুরে ৪’শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট হামিদুল ও তার দুই সহযোগী আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৫ , ৬:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার শ্রীপুরে ৪’শ পিস ইয়াবাসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ আটক

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা থেকে ৪’শ পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাট মো. হামিদুল ইসলাম (৩৫) ও তার দুই সহযোগীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার (১৬ জুলাই, ২০২৫) রাতে উপজেলার কাজলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ‘মাদক সম্রাট’ হামিদুল কাজলী গ্রামের শহর আলী বিশ্বাসের ছেলে। তার অপর দুই সহযোগী হলো, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহান মীরের ছেলে মিন্টু মীর (৩৭) এবং একই গ্রামের মৃত মুন্সি আব্দুর রশিদের ছেলে নাজমুল হাসান রমেল (৪১)।

পুলিশি অভিযান ও উদ্ধার: পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি টিম কাজলী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ মাদক সম্রাট হামিদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। হামিদুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়াও, আটককৃত মাদক ব্যবসায়ী মিন্টু মীরের কাছ থেকে ৫০ পিস এবং নাজমুল হাসানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকাও উদ্ধার করেছে পুলিশ।

মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা: শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।