গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি: যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন
গোপালগঞ্জ: গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বিবিসি বাংলাকে জানান, “১৪৪ ধারা জারি করা হয়েছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
১৪৪ ধারা জারি করার অর্থ হলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ বা জনসমায়েত করা আইন বিরুদ্ধ বলে গণ্য হবে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা এবং এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচির ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করা হলো, যা যেকোনো ধরনের সংঘাত এড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার এবং আরোপিত বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।