Print

Rupantor Protidin

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ‘ব্লকেড’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুংকার!

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৫ , ৬:০০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ঘোষণা

ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৫ জুলাই, ২০২৫) এই ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, সারা দেশের তাদের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে এই ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এই হামলার পর দলটির নেতারা একটি ভবনে আশ্রয় নেন এবং এনসিপি নেতা সারজিস আলম পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। এর ধারাবাহিকতায় এই ব্লকেড কর্মসূচির ঘোষণা এলো, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হামলার প্রতিবাদ জানানো এবং এর সাথে জড়িতদের বিচার দাবি করা।