Print

Rupantor Protidin

নূর-উন-নবীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সদর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর- উন-নবীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলা বিএনপির আয়োজনে বাদ আসর প্রেস ক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।