Print

Rupantor Protidin

নড়াইলে নবগঠিত আইডিইবি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলে নবগঠিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) জেলা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের রূপগঞ্জ এলাকার একটি বেসরকারি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা আইডিইবির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেল।

তিনি বলেন, আইডিইবি একটি পেশাজীবী সংগঠন। গত ১২ জুলাই কিছু সদস্য ২০২৬-২০২৮ মেয়াদের একটি প্রস্তাবিত জেলা কমিটি ঘোষণা করেছেন, যা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ না করেই গঠন করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই নিজেদের তৈরি প্যাডে ও স্বাক্ষরে কমিটিকে ‘চূড়ান্ত’ ঘোষণা করা হয়, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

তিনি আরও বলেন, আইডিইবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো জেলা কমিটিকে বৈধতা দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে কেন্দ্রীয় কমিটি। বৈধ কমিটিতে সেন্ট্রাল আইডিইবির প্যাড, সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর এবং সিল থাকা বাধ্যতামূলক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. শামীম মিনা, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুজ্জামান তানিম, ইঞ্জিনিয়ার মো. তারেক রহমান প্রমুখ।

এ বিষয়ে আইডিইবির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন জানান, নড়াইল জেলা কমিটি গঠনের বিষয়ে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি এবং আমাদের পক্ষ থেকে কোনো অনুমোদনও দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত শনিবার (১২ জুলাই) এমএম মামুনুর রশীদকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়।