Print

Rupantor Protidin

মনিরামপুরে মাছবোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৫ , ৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৪, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান একটি মাছবোঝাই ট্রাকের চালক ও হেলপার। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার একটি তেলপাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের নাম রাজু ও এরফান। তারা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মনিরামপুর বাজার সংলগ্ন তেলপাম্পের সামনে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকচালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।