Print

Rupantor Protidin

আশাশুনিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

আশাশুনিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বয়স আনুমানিক (৬০)। শনিবার বিকাল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, উপজেলার শোভনালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জৈনিক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে তাকে পিবিআই ও সিআইডি’র মাধ‍্যে ফিঙ্গার টেষ্ট করে তার আইডি সনাক্ত করা সম্ভব হইনি বলে ডিএনএ স্যাম্পেল রাখা হয়েছে। বৃদ্ধা মহিলা মুসলিম পরিবারের, সে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘুরে বেড়াচ্ছিল এবং না খেয়ে মৃত্যুবরণ করেছে এমনটাই ধারণা করেছে স্থানীয়রা ও থানা পুলিশ। রবিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যদি কোন ব্যক্তি লাশটিকে চিনতে পারেন তাহলে আশাশুনি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন।