Print

Rupantor Protidin

শ্যামনগরে‌ বহুল আলোচিত

মাদক ব্যবসায়ী ইসরাফিল গাজী ওরফে হারা যৌথ বাহিনীর হাতে আটক।

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৫ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবারও গ্রেপ্তার হয়েছে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ইসরাফিল গাজী ওরফে হারা (৬৪)। শনিবার (১২ জুলাই) দিনগত রাতে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী।
গ্রেফতারকৃত ইসরাফিল গাজী বংশপুর এলাকার মৃত এন্তাজ গাজীর ছেলে। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ও নগদ ৫৫ হাজার ৫০০ টাকাসহ তাকে আটক করেছিল শ্যামনগর থানা পুলিশ
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির মোল্লা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শনিবার রাতে অভিযান চালায়। এ সময় ইসরাফিল গাজী ওরফে হারাকে তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা, নগদ ২ লাখ ৫০ হাজার ৮৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে,পাওখালি ক্যাম্পের সেনাবাহিনীর টিম। এরপর তাদেরকে শ্যামনগর থানাতে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ইসরাফিল গাজী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত