Print

Rupantor Protidin

সোহাগ হত্যাকাণ্ড: আরও দুই আসামির চার দিনের রিমান্ড

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৫ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

সোহাগ হত্যাকাণ্ড

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামিকে চার দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন। এর আগে কোতোয়ালি থানা পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. আলমগীর (৩২) ও মো. মনির ওরফে লম্বা মনির (৩৫)। তদন্তে তাদের সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক বিরোধের জেরে সোহাগকে হত্যা করা হয়। ঘটনার দিন সোহাগকে গুদাম থেকে টেনে বের করে মিটফোর্ড ফটকের ভেতরে নিয়ে মারধর করা হয়। পরে রড, লাঠি, সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।

এরই মধ্যে অভিযানে আলমগীর ও লম্বা মনিরসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আরেক আসামি মো. টিটন গাজীকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।