Print

Rupantor Protidin

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১২ মোবাইল উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় চুরি ও হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ওসি মোঃ আব্দুল করিম।পুলিশ জানায়, সম্প্রতি থানায় করা একাধিক সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধানে নামে কোতোয়ালী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করে এসআই মোঃ বাহার মিয়ার নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয়।মোবাইল হস্তান্তরের সময় ওসি মোঃ আব্দুল করিম বলেন, “জিডি করা প্রতিটি ঘটনার তদন্তে আমরা আন্তরিকভাবে কাজ করি। প্রযুক্তির সহায়তায় আমরা অনেক হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পারছি। নাগরিকদের আস্থা অর্জনই আমাদের উদ্দেশ্য।”