Print

Rupantor Protidin

সন্তান ফিরে পেতে যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৫ , ৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটায় যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রী সুমনার মামলা: আটকে রাখা হয়েছে তিন সন্তানকে

সাতক্ষীরার দেবহাটায় তিন শিশু সন্তানকে ফিরে পেতে রাজীব হোসেন (৩৬) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুমনা আক্তার কলি। রাজীব হোসেন পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের ছেলে।

বুধবার (৯ জুলাই) সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে রাজীবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলায় রাজীবের দুই সতীন, শ্বাশুড়ি, ননদ এবং দেবরসহ মোট ৯ জনকে আসামী করা হয়েছে।

মামলার আবেদনে সুমনা আক্তার কলি উল্লেখ করেছেন, ১৩ বছর আগে পারিবারিক সম্মতিতে রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যা এবং দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর কিছু দিন ভালোভাবে সংসার চললেও পরবর্তীতে রাজীবের বেপরোয়া জীবনযাপন, পরকীয়া, একাধিক বিয়ে এবং পরকীয়ার সূত্র ধরে ধর্ষণের মতো ঘটনা ঘটানোয় তাদের সম্পর্কে অবনতি ঘটে।

সুমনা বলেন, এসব নিয়ে বাধা দিলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গত ২৮ জুন মিথ্যা অপবাদে রাজীব এবং তার পরিবারের লোকজন সুমনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সেসময় তার তিন শিশু সন্তানকে বাড়িতে আটকে রাখা হয়। পরদিন সকালে সন্তানদের আনতে গেলে তাকে আবারো মারধর এবং খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়ভাবে কোনো সহযোগিতা না পেয়ে এবং ন্যায়বিচার ও সন্তানদের ফিরে পাওয়ার আশায় সুমনা আক্তার কলি অবশেষে তার স্বামী যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে এই মামলা দায়ের করেছেন।